Azizul Bashar
জাতীয়

সোমবার | ২০ আগস্ট, ২০১৮ | ৫ ভাদ্র, ১৪২৫ | ৮ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » খবর » জাতীয় » পানি বন্ধি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ

পানি বন্ধি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ

পানি বন্ধি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ

জোয়ারের পানিতে ভাসছে বাগেরহাটের উপকূলীয় উপজেলা মোরেলগঞ্জ

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ৩-৪ দিন টানা বর্ষণে নদী জলাশয় এমনিতেই ডুবু-ডুবু, তার উপরে পূনির্মার প্রভাবের ফলে স্বাভাবিকের চেয়ে ৪/৫ ফুট উচুতে জোয়ারের পানি প্রবাহিত হওয়ায় বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভাসহ নদীতীরবর্তী কমপক্ষে ৫০ টি গ্রাম প্লাবিত হয়েছে। শহর রক্ষাবাধ না থাকায় গতকাল বুধবার শহরের সকল রাস্তার উপর দিয়ে বইছে জোয়ারের পানির স্রোত। এতে উপজেলার সরকারি-বেসরকারি সকল দপ্তরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পানি বন্ধি হয়ে পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা চেয়ারম্যানের কার্যালয়, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস,সমবায় অফিস, সাবরেজিষ্ট্রি অফিস,সেটেলমেন্ট অফিস, পরিবারপরিকল্পনা অফিস, মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস,মৎসঅফিস,কৃষি অফিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

এ ছাড়া ও পানগুছি নদীর তীরবর্তী এ উপজেলার কমপক্ষে ৫০ টি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। প্রাম গুলোর মধ্যে রয়েছে,খাউলিয়া,ফাশিয়াতলা ,মধ্যবরিশাল,চালিতাবুনিয়া,গাবতলা,ভাইজোরা পূর্ব সরালিয়া ,বারইখালি,শেখপাড়া,উত্তর সুতালড়ী,বহরবুনিয়া,ফুলহাতা,ও তেলীগাতি। তিন দিনের অব্যাহত অতিরিক্ত জোয়ারের পানি এবং বৃষ্টির ফলে কয়েক হাজার পরিবার পানি বন্ধি হয়ে পড়েছে। গৃহপালিত পশুপাখি হয়ে পড়েছে গৃহ বন্ধি আশঙ্কিত হয়ে পড়েছে এ এলাকার হাজার হাজার মৎস্যচাষী। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আশরাফ হোসেন বিসিসি নিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,বেশ কিছু রাস্তা পানির তোরে ভেঙে গেছে। উপজেলা মৎস কর্মকর্তা মো: নাজমুল হুদা জানান, পানির প্রভাবে অনেক ঘের তলিয়ে গেছে তবে কি পরিমান ক্ষতি হয়েছে তা সঠিক ভাবে এখনি বলা জাচ্ছেনা।

 পানি বৃদ্বির কারনে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রথম ঘন্টার পর ছুটি দিতে বাধ্য হয়েছেন। এ ছাড়া কিছু শিক্ষা প্রতিষ্ঠান তিন দিনের ছুটি ঘোষনা করা হয়েছে। পানি বন্ধি হাজার হাজার মানুষ ঘর থেকে বের হতে পারছেন না্ স্থানীয় বাসিন্ধা মো :আলঙ্গির হোসেন দুলাল বিসিসি নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের বাড়িতে আজ দুদিন ধরে রান্না বন্ধ রয়েছে। ঘর থেকে বের হতে পারছেন না।

 

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন