Azizul Bashar
প্রধান খবর

বৃহস্পতিবার | ১৬ আগস্ট, ২০১৮ | ১ ভাদ্র, ১৪২৫ | ৪ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » প্রধান খবর » ভৈরবে দ্বিতীয় রেলসেতু নির্মাণে চুক্তি

ভৈরবে দ্বিতীয় রেলসেতু নির্মাণে চুক্তি

ভৈরবে দ্বিতীয় রেলসেতু নির্মাণে চুক্তি
মেঘনা নদীর ওপর ৫৬৭ কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় রেল সেতু নির্মাণের জন্য ভারতের দুই ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সরকার।

ভারতের দেয়া একশ’ কোটি ডলার ঋণের অর্থ থেকেই নির্মাণ করা হবে ৯৮২ দশমিক ২০ মিটার দৈর্ঘ্যের এই সেতু।

মঙ্গলবার সকালে রেলভবনে ভারতীয় কোম্পানি আইআরকন ও এএফকনের সঙ্গে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রতিষ্ঠান দুটির পক্ষে যৌথ প্রকল্প বিষয়ক মহাব্যবস্থাপক (ব্যবসা) যোগেশ কুমার মিশ্র এবং বাংলাদেশের পক্ষে রেলওয়ের মহাব্যবস্থাপক (প্রকল্প) মো. মোজাম্মেল হক চুক্তিতে সই করেন।

রেলমন্ত্রী মো. মজিবুল হক, রেলসচিব আবুল কালাম আজাদ, ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ, ভারতীয় হাই কমিশনের কর্মকর্তা চন্দ্রিমা রায়সহ দুই দেশের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, ৩০ মাসের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ হবে। নির্মাণে ব্যয় হবে ৫৬৭ কোটি ১৬ লাখ টাকা।

রাজধানী ঢাকা থেকে রেলপথে চট্টগ্রাম বা সিলেট যেতে হলে ভৈরবে মেঘনা পার হতে হয়।

রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক অনুষ্ঠানে বলেন, দ্বিতীয় ভৈরব সেতু কিশোরগঞ্জ ও ব্রাক্ষণবাড়িয়া জেলার মধ্যে যোগাযোগ রক্ষা করবে।

ঢাকা-চট্টগ্রাম রেলপথের বিভিন্ন অংশে ডাবল লাইনের কাজ শেষ হলে ভ্রমণ আরো সহজ ও দ্রুততর হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন