Happy New Year 
 2018
খবর

মঙ্গলবার | ২৩ জানুয়ারি, ২০১৮ | ১০ মাঘ, ১৪২৪ | ৪ জমাদিউল-আউয়াল, ১৪৩৯

প্রচ্ছদ » খবর » দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত হন: খালেদা জিয়া

দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত হন: খালেদা জিয়া

দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত হন: খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘কোন ধানাই ফানাই করে কাজ হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী নির্বাচন দিতে হবে। সোজাভাবে না দিলে রাজপথের আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে।’ এজন্য দলমত নির্বিশেষে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে সর্বাত্বক আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্ববান জানিয়েছেন তিনি।

 বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী শ্রমিকদল সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সারোয়ার এমপি, শ্রমিক দলের কার্যকরি সভাপতি আবুল কাশেম চৌধুরী, সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরকার, নুরুল ইসলাম খান নাসিম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর করিম মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই শ্রমিক নেতারা ফুলের তোড়া খালেদা জিয়ার হাতে তুলে দিয়ে তাকে স্বাগত জানান। বৈঠক উপস্থিত এক নেতা বলেন, মতবিনিময় সভায় বিরোধী দলীয় নেতা সবাইকে সর্বাত্মক আন্দোলন-সংগ্রামের জন্য ঐক্যবদ্ধভাবে প্রস্তুত হওয়ার আহবান জানান। তিনি বলেন, বর্তমান সরকার সহজে ক্ষমতা ছাড়তে চাইবে না। এজন্য কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।

খালেদা জিয়া আরো বলেন, এখন ভেদাভেদ ভুলে এই জুলুমবাজ সরকারের হাত থেকে জনগণকে মুক্ত করতে হবে। তিনি জানান সময় মতো সর্বাত্মক আন্দোলনের ডাক দেয়া হবে।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন