Happy New Year 
 2018
খবর

মঙ্গলবার | ২৩ জানুয়ারি, ২০১৮ | ১০ মাঘ, ১৪২৪ | ৪ জমাদিউল-আউয়াল, ১৪৩৯

প্রচ্ছদ » খবর » পাঁচতলা থেকে লাফ দিলেন মা

পাঁচতলা থেকে লাফ দিলেন মা

পাঁচতলা থেকে লাফ দিলেন মা

তিন দিন ধরে রাজধানীর শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিল ছয় বছরের মেয়েটি। লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে।

অবস্থা আশঙ্কাজনক হলেও সুস্থ হয়ে হাসিখুশি মেয়েটি বাড়ি ফিরে আসবে—এমনটাই ভেবেছিলেন মা নাজনীন আক্তার। কিন্তু মায়ের সেই ভাবনা সত্যি হয়নি। আজ সোমবার বিকেলে ছয় বছরের ছোট্ট শিশু চন্দ্রমুখী মারা যায়। ফুটফুটে যে মেয়েটি দাপিয়ে বেড়াত সারা বাড়ি, সে আর নেই। কোথাও নেই। মা নাজনীন আক্তার মেনে নিতে পারেননি এ খবর। মেয়ের মৃত্যুর খবর শুনে পাঁচ তলার বাসার বারান্দা থেকে লাফ দেন তিনি। বারান্দায় কোনো গ্রিল ছিল না। গুরুতর আহত অবস্থায় মা নাজনীন আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ‘দৈনিক জনকণ্ঠ’ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক। তাঁর স্বামী রকিবুল ইসলাম ওরফে মুকুলও একজন সাংবাদিক। তিনি বেসরকারি টেলিভিশন গাজী টিভির প্রধান প্রতিবেদক। সহকর্মীরা জানান, নাজনীন আক্তার মাথায় আঘাত পেয়েছেন। তাঁকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তিনি এখন আশঙ্কা মুক্ত আছেন বলে ডাক্তাররা জানিয়েছেন।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন