21 Feb 2018
জাতীয়

মঙ্গলবার | ২০ ফেব্রুয়ারি, ২০১৮ | ৮ ফাল্গুন, ১৪২৪ | ২ জমাদিউস-সানি, ১৪৩৯

প্রচ্ছদ » খবর » জাতীয় » সংসদ অধিবেশন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

সংসদ অধিবেশন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

সংসদ অধিবেশন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আগামী ৩০ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। ১০ দিন মুলতবির পর ৩০ সেপ্টেম্বর বিকাল ৫টায় আবার শুরু হবে অধিবেশন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী অধিবেশন মুলতবি করেন। চলতি অধিবেশনে প্রধান বিরোধী দল বিএনপি অনুপস্থিত রয়েছে।

১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত এ অধিবেশন চলবে। এছাড়া এটি বর্তমান সরকারের শেষ অধিবেশন বলে জানিয়েছিলেন স্পিকার ড. শিরীন শারমিন।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। বর্তমান সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালের ২৫ জানুয়ারি। এ হিসাবে ২০১৪ সালের ২৪ জানুয়ারি সংসদের মেয়াদ শেষ হবে।

এছাড়াও আগাম সংসদ ভেঙ্গে দেয়ার ব্যাপারে সংবিধানে বলা আছে, সংসদ ভেঙ্গে দেয়ার দিন থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন