21 Feb 2018
জাতীয়

মঙ্গলবার | ২০ মার্চ, ২০১৮ | ৬ চৈত্র, ১৪২৪ | ২ রজব, ১৪৩৯

প্রচ্ছদ » খবর » জাতীয় » নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত
রাজধানীর সূত্রাপুরে নির্মাণাধীন একটি ভবনে লিফট ছিঁড়ে নিচে পড়ে দুই শ্রমিক মারা গেছেন।

শুক্রবার প্রথম প্রহরে সদর ঘাটের কাছে সংঘটিত এই দুর্ঘটনায় নিহতরা হলেন- হাবিবুর রহমান (২৪) ও মো. নওয়াব (২৫)।

সূত্রাপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, রাত দেড়টার দিকে ‘ইস্ট বেঙ্গলের’ ১০ তলা নির্মাণাধীন ভবনের ওপর থেকে শেকলের লিফটে একটি যন্ত্র নামানোর সময় শিকল ছিঁড়ে দুই শ্রমিক নিচে পড়ে যান।

হাবিবুরকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে এবং নওয়াবকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হাবিবুরের বাড়ি ঝালকাঠী জেলায়। নওয়াবের বাড়ি শরীয়তপুরে।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন