21 Feb 2018
জাতীয়

মঙ্গলবার | ২০ ফেব্রুয়ারি, ২০১৮ | ৮ ফাল্গুন, ১৪২৪ | ২ জমাদিউস-সানি, ১৪৩৯

প্রচ্ছদ » খবর » জাতীয় » ৬ নম্বর বাসের চাপায় নিহত ১

৬ নম্বর বাসের চাপায় নিহত ১

৬ নম্বর বাসের চাপায় নিহত ১

মহাখালীতে বাসের চাকায় পিষ্ট হয়ে হারুন সিকদার (২৫) নামের এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ওয়্যারলেস গেট থেকে মতিঝিল-বনানী রুটের ৬ নম্বর বাসে উঠতে গিয়ে পা পিছলে ওই বাসটির চাকার তলায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।

বনানী থানার এসআই আশরাফুল জানান, দ্রুত বাসে উঠতে গিয়ে পা পিছলে গেলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানায়। বর্তমানে হারুনের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত হারুন গোপালগঞ্জ জেলার উজি সিকদারের ছেলে। রাজধানীর বাড্ডা আলম হোসেন মার্কেট এলাকায় স্ত্রী লিমাকে নিয়ে সে বসবাস করতো।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন