Azizul Bashar
পোশাক শিল্প

শুক্রবার | ১৭ আগস্ট, ২০১৮ | ২ ভাদ্র, ১৪২৫ | ৫ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » পোশাক শিল্প » শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৬ গুলিবিদ্ধ, আহত ১৫

শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৬ গুলিবিদ্ধ, আহত ১৫

শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৬ গুলিবিদ্ধ, আহত ১৫

পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৮ হাজার টাকা উন্নীত করার দাবিতে বুধবার সকালে দ্বিতীয় দিনের মতো ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। শ্রমিকরা প্রায় ১ ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুট অবরোধ করে ৬ থেকে ৭টি যানবাহন ভাংচুর করে।

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লা শিল্পাঞ্চলের কাঠেরপুল, পিটালীপুল, রামারবাগ, কুতুবআইল এলাকায় অবস্থিত বিভিন্ন গার্মেন্টস কারখানার শ্রমিকরা কর্মবিরতি দিয়ে রাস্তায় নেমে আসেন। তারা ন্যূনতম বেতন ৮ হাজার টাকা করার দাবি করেন। শ্রমিকরা তখন ফতুল্লা শিবু মার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে সড়কের ওপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন। এ সময় ওই রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ফতুল্লা মডেল থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের শান্ত করতে ব্যর্থ হয়। পরে পুলিশ একশনে যায়। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সকাল ১০টা থেকে লিংক রুটে যান চলাচল শুরু হয়।

সকাল সোয়া ১০টার দিকে শ্রমিকরা আবার জড়ো হয়ে বিক্ষোভ দেখানোর চেষ্টা করলে পুলিশ আবারো বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ৬ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হন।

নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে আহতদের চিকিৎসক শামীম চৌধুরী জানান, তাদের হাসপাতালে বেলা পৌনে ১১টা পর্যন্ত ৬ জন গুলিবিদ্ধ এসেছেন। তারা হলেন- রতন (৩২), সাইফুল ইসলাম (৩২), হক মিয়া (৬০), বাবু মিয়া (৩২), মতিন (৩৫) এবং আইজউদ্দিন (৪০)।
ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, বেলা পৌেেন ১১টা থেকে  যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন