Azizul Bashar
শীর্ষ খবর

বুধবার | ২৩ মে, ২০১৮ | ৯ জ্যৈষ্ঠ, ১৪২৫ | ৭ রমযান, ১৪৩৯

প্রচ্ছদ » শীর্ষ খবর » আমরা রক্তাক্ত পথে আর যেতে চাই না: সাজেদা


আমরা রক্তাক্ত পথে আর যেতে চাই না: সাজেদা

আমরা রক্তাক্ত পথে আর যেতে চাই না: সাজেদা

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর  সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, আলোচনার মাধ্যমেই সবকিছুর সমাধান হবে। তিনি বিরোধী দলকে সংসদের আসার আহ্বান জানিয়ে বলেন, তারা যদি জনতার রাজনীতিতে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষকে যদি ভালোবেসে থাকে তাহলে সংসদে আসুক আলোচনা হবে। আমরা রক্তাক্ত পথে আর যেতে চাই না।

শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ ময়েজউদ্দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

সাজেদা চৌধুরী বলেন, আগামী ২৫ অক্টোবর থেকে বিএনপি যে আন্দোলনের ডাক দিয়েছে জনগণই তা প্রতিহত করবে। তিনি বলেন, জনগণের শক্তিতে বিএনপির আন্দোলন বিলীন হয়ে যাবে।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন