Azizul Bashar
প্রধান খবর

শুক্রবার | ১৭ আগস্ট, ২০১৮ | ২ ভাদ্র, ১৪২৫ | ৫ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » প্রধান খবর » আজ শেখ হাসিনার ৬৭তম জন্মদিন

আজ শেখ হাসিনার ৬৭তম জন্মদিন

আজ শেখ হাসিনার ৬৭তম জন্মদিন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগদান উপলক্ষে এবার পরিবারের সদস্যদের সঙ্গে নিউ ইয়র্কেই জন্মদিন পালন করবেন শেখ হাসিনা।দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষে দেশে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করবে।

শনিবার বাদ জোহর বায়তুল মোকারম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।ঢাকা মহানগর আওয়ামী লীগ বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্য়ালয়ে মিলাদ, দোয়া মাহফিল, বস্ত্র বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেছে।

আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন এতিমখানার খাদ্য বিতরণ করা হবে। এছাড়া দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ প্যাগোডা ও গির্জায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জাতীয় ক্রীড়া পরিষদের টাওয়ার ভবন অডিটোরিয়ামে শিশু কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রি বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেছে।

এছাড়াও ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন