Azizul Bashar
জাতীয়

বৃহস্পতিবার | ১৬ আগস্ট, ২০১৮ | ১ ভাদ্র, ১৪২৫ | ৪ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » খবর » জাতীয় » শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ রাজশাহী পলিটেকনিকে

শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ রাজশাহী পলিটেকনিকে

শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ রাজশাহী পলিটেকনিকে

রাজশাহীতে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এ ঘটনায় শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এই সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ৫ শতাধিক গুলি ছোড়ে।

স্থানীয় সূত্র জানায়, দুই দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সোমবার জেলা শিক্ষা অফিস ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন পলিটেকনিক শিক্ষার্থীরা। সকালে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। শিক্ষার্থীরাও ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। শেষ খবার পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন