Azizul Bashar
বিজ্ঞান ও প্রযুক্তি

সোমবার | ২০ আগস্ট, ২০১৮ | ৫ ভাদ্র, ১৪২৫ | ৮ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » বিজ্ঞান ও প্রযুক্তি » সনি মোবাইলে নতুন সংযোজন Xperia Z1

সনি মোবাইলে নতুন সংযোজন Xperia Z1

সনি মোবাইলে নতুন সংযোজন Xperia Z1

xpurple সনি Xperia Z1 পানিরোধক, এর বিশেষ বৈশিষ্ট হল ৫.২ ইঞ্চি স্ক্রিন সাইজ, ব্যাটারী সাইজ ২৯% বড় তার আগের মডেলের চেয়ে এতে ২০.৭ মেগাপিক্সেল এক্সমোর আরএস ক্যামেরা সেন্সর। আপনি এই ফোনটিকে আন্য ফোন থেকে আলাদা করার সুযোগ পাবেন না।

এর প্রসেসর ২.২ গিগাহার্জ স্নাপড্রাগন ৮০০, র‌্যাম ২ গিগাবাইট, ব্লুটুথ ৪.০ সাথে আছে এনএফসি সংযোগ আরও আছে এমএইচএল

এবং এলটিই ব্যান্ড।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন