Azizul Bashar
শীর্ষ খবর

বৃহস্পতিবার | ১৬ আগস্ট, ২০১৮ | ১ ভাদ্র, ১৪২৫ | ৪ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » শীর্ষ খবর » বেগম জিয়ার বৈঠক শেষ: আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বুধবার

বেগম জিয়ার বৈঠক শেষ: আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বুধবার

বেগম জিয়ার বৈঠক শেষ: আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বুধবার

মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় নিয়ে বুধবার বিকাল ৪টায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি।

মঙ্গলবার রাতে এ নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিনিয়র নেতা ও আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন। পরে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, বুধবার বিকাল ৪টায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তিনি সংবাদ সম্মেলন করবেন।

বৈঠকে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য ড. এম ওসমান ফারুক, এডভোকেট জয়নুল আবেদিন, বিজেপির সভাপতি আন্দালিভ রহমান পার্থ এবং ইসলামী ঐক্যজোটের নেতা হাসানাত আমিনী উপস্থিত ছিলেন বলে সূত্রে জানা গেছে।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন