Azizul Bashar
প্রধান খবর

বুধবার | ২৩ মে, ২০১৮ | ৯ জ্যৈষ্ঠ, ১৪২৫ | ৭ রমযান, ১৪৩৯

প্রচ্ছদ » প্রধান খবর » জিলহজ্জ্ব মাসের চাঁদ দেখা গেছে, ১৬ অক্টোবর ঈদ


জিলহজ্জ্ব মাসের চাঁদ দেখা গেছে, ১৬ অক্টোবর ঈদ

জিলহজ্জ্ব মাসের চাঁদ দেখা গেছে, ১৬ অক্টোবর ঈদ

রোববার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বৈঠকে সভাপতিত্বকারী ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মো. আফজাল সাংবাদিকদের বলেন, গাইবান্ধা ও ঠাকুরগাঁও থেকে চাঁদ দেখার খবর এসেছে।

ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া হজ্ব পালনে সৌদি আরব থাকায় ইসলামিক ফাউন্ডেশনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সামীম আফজাল।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শনিবার চাঁদ দেখা দেওয়ায় সেখানে ১৫ অক্টোবর ঈদুল আজহা হবে। হজ পালনে সারাবিশ্ব থেকে সৌদি আরবে জড়ো হওয়া মুসলমানরা ১৪ অক্টোবর আরাফাতের ময়দানে অবস্থান করবেন। ঈদের সকালে কোরবানির মধ্য দিয়ে শেষ হবে তাদের হজের আনুষ্ঠানিকতা।

মুসলমানদের এই ধর্মীয় উৎসবে পশু কোরবানি দেয়া হয়, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন