Azizul Bashar
প্রধান খবর

শনিবার | ১৮ আগস্ট, ২০১৮ | ৩ ভাদ্র, ১৪২৫ | ৬ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » প্রধান খবর » স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন বেগম জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন বেগম জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন বেগম জিয়া

বিরোধীদলীয় নেতা বুধবার রাত সাড়ে ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন।

ছোট ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা, বিরোধীদলীয় নেতার প্রেসসচিব মারুফ কামাল খান, একান্ত সচিব সালেহ আহমেদ তার সঙ্গে সিঙ্গাপুর গেছেন।

যাত্রার আগে প্রেস সচিব বলেন, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে বিরোধীদলীয় নেতার স্বাস্থ্য পরীক্ষা হবে। এজন্য চিকিৎসকের কাছে সময় নেয়া আছে।

দুই মাস আগে যাওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “চিকিৎসকরা আবার স্বাস্থ্য পরীক্ষার জন্য যে সময় দিয়েছিলেন, তারই অংশ হিসেবে এবার যাচ্ছেন।”

সিঙ্গাপুর থেকে ১৩ অক্টোবর খালেদা জিয়ার দেশে ফেরার কথা।

রাতে বিমান বন্দরে দলীয় চেয়ারপারসনকে বিদায় জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহসভাপতি সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, এ জেড এম জাহিদ হোসেন, জয়নাল আবেদিন, কেন্দ্রীয় নেতা মাহবুবউদ্দিন খোকন, সালাহউদ্দিন আহমেদ,রুহুল কবির রিজভী, আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, শিরিন সুলতানা, আবদুল কাদের জুয়েল প্রমুখ।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন