Azizul Bashar
রাজনীতি

শুক্রবার | ১৭ আগস্ট, ২০১৮ | ২ ভাদ্র, ১৪২৫ | ৫ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » খবর » রাজনীতি » হাতবোমা ফাটিয়ে শিবিরের বিক্ষোভ মিছিল

হাতবোমা ফাটিয়ে শিবিরের বিক্ষোভ মিছিল

হাতবোমা ফাটিয়ে শিবিরের বিক্ষোভ মিছিল

ইসলামী ছাত্রশিবির কর্মীরা মো. দেলাওয়ার হোসেনের মুক্তির দাবিতে রাজধানীর কমলাপুর ও মহাখালীতে মিছিল করে হাতবোমা ফাটিয়েছে।

বৃহস্পতিবার সকালে এ দুই ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান,২০-২৫ জন শিবির কর্মী সকাল ৯টার দিকে কমলাপুরে বিআরটিসি বাস ডিপোর সামনে ঝটিকা মিছিল বরে করে। এ সময় তারা কয়েকটি হাতবোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয় বলে মতিঝিল থানার ওসি ফরমান আলী  জানান।

প্রায় একই সময়ে মহাখালী এলাকাতেও মিছিল করে শিবির কর্মীরা।

মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আলম জানান, শিবির কর্মীরা মহাখালীর হোটেলে জাকারিযার সামনে ককটেল ফাটিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে।

এ সময় পুলিশ ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে বলে জানান তিনি।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন