Azizul Bashar
শীর্ষ খবর

শনিবার | ২১ এপ্রিল, ২০১৮ | ৮ বৈশাখ, ১৪২৫ | ৪ শাবান, ১৪৩৯

প্রচ্ছদ » শীর্ষ খবর » গুলশানে ভারতীয় হাই কমিশনে অগ্নিকাণ্ড

গুলশানে ভারতীয় হাই কমিশনে অগ্নিকাণ্ড

গুলশানে ভারতীয় হাই কমিশনে অগ্নিকাণ্ড

ভারতীয় হাই কমিশন কার্যালয়ের আগুন লেগে দুটি কক্ষের আসবাবপত্র কম্পিউটার পুড়ে গেছে

মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার লুৎফুল কবির জানান, মঙ্গলবার বিকাল ৫টা ৩৫ এ হাইকমিশন ভবনের পঞ্চম তলায় পাশাপাশি দুটি কক্ষে এই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা নাজমা আক্তার জানান, অগ্নিনির্বাপক বাহিনীর ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

লুৎফুল কবির বলেন, অগ্নিকাণ্ডের সময় ওই দুটি কক্ষে কেউ ছিলেন না। ফলে কেউ আহত হননি। অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি।

এই পুলিশ কর্মকর্তা বলেন, আগুনে ঘরের আসবাবপত্র, কম্পিউটার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও কাগজপত্র পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে ফায়ার ব্রিগেড কর্মকর্তা নাজমা আক্তার বলছেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত না করে বলা সম্ভব নয়।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন