Azizul Bashar
জীবন যাপন

শুক্রবার | ১৭ আগস্ট, ২০১৮ | ২ ভাদ্র, ১৪২৫ | ৫ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » জীবন যাপন » অন্য রকম ঢাকা শহর

অন্য রকম ঢাকা শহর

অন্য রকম ঢাকা শহর

জন মানবের কোলাহল মুখরিত ব্যস্ত নগরী ঢাকা এখন একেবারেই ফাঁকা। এ যেন এক অন্য রুপের রাজধানী শহর ঢাকা। ঈদ ও পুজার লম্বা ছুটিতে নাগরিক কোলাহল ছেড়ে রাজধানীর বেশির  ভাগ মানুষ চলে গেছে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে  প্রিয়জনের কাছে গ্রামে।

আর তাই যানজট আর মানুষের কোলাহলে ভরা চিরচেনা ঢাকা পরিনত হয়েছে অচেনা এক নগরীতে। সেই সুযোগে ফাঁকা রাস্তায় গাড়ি ছুটছে নির্বিঘ্নে। ভিআইপি রাস্তা দিয়ে চলছে রিক্সা নেই ট্রাফিক পুলিশের নজরদারি।

কলাবাগান বাসষ্টান্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অধরা ইরার সাথে এ ব্যাপারে কথা বললে তিনি জানান, ঢাকা এখন ফাঁকা এক হিসেবে ভালো লাগছে, আবার খারাপ ও লাগছে। যেখানে যাবার দরকার খুব সহযেই সেখানে যেতে পারছি। ফাঁকা রাস্তায় বের হতে ভয় লাগে লোকজন না থাকলে ছিনতাইয়ের ঘটনাও ঘটে বেশী। এই সময় বাসাবাড়ীতে চুরি- ডাকাতি  খুনের মত ঘটনা ঘটে।তবে সব মিলিয়ে এই ফাঁকা ঢাকা আমার কাছে এখন খুবই ভালো লাগছে।

কবির নামের রিক্সা ড্রাইভার বলেন, আগে ট্রিপ হতো বেশি এখন ট্রিপ হয় কম। তবে এখন ভাড়া বেশি পাওয়া যায়।

আপনজনের সাথে ঈদের আনন্দ উপভোগ করে কর্মব্যস্ততার জীবনে ফিরে আসবে মানুষ । রাজধানী শহর ঢাকা যেন এমন অধীর আগ্রহে চেয়ে আছে।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন