Happy New Year 
 2018
শীর্ষ খবর

শনিবার | ২০ জানুয়ারি, ২০১৮ | ৭ মাঘ, ১৪২৪ | ২ জমাদিউল-আউয়াল, ১৪৩৯

প্রচ্ছদ » শীর্ষ খবর » ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় সংঘর্ষ, নিহত ২

সাদেকপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের লোকজনের মধ্যে শুক্রবার দুই দফা সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।

এ সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া অন্তত ৩০ জনকে সদর হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- মৃত সোবহান মিয়ার ছেলে ইসমাইল মিয়া (৫০) এবং মোসলেম মেম্বারের ছেলে শামসুল ইসলাম (৪০)।

স্থানীয় বাসিন্দা খলিলুর রহমান জানান, দীর্ঘদিন ধরে বর্তমান চেয়ারম্যান মোল্লা গোষ্ঠীর ইকবাল হোসেন ও সাবেক চেয়ারম্যান জোয়াইল্লা গোষ্ঠীর আব্দুল হাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে সকাল ১০টার দিকে তিন শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে ৩০ রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, একই ঘটনার জের ধরে বিকালে আবারও শতাধিক লোক সংঘর্ষে জড়ায়। এ সময় দুপক্ষের দুজন নিহত হয়। এছাড়া গুরুতর আহত আরো দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে থাকা সদর থানার ওসি মো. আব্দুর রব জানান, সাদেকপুর গ্রামে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন