Azizul Bashar
শীর্ষ খবর

বৃহস্পতিবার | ১৬ আগস্ট, ২০১৮ | ১ ভাদ্র, ১৪২৫ | ৪ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » শীর্ষ খবর » বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলন সোমবার

বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলন সোমবার

বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলন সোমবার

রাজধানীর হোটেল ওয়েস্টিনে,সোমবার দুপুরে  সংবাদ সম্মেলন ডেকেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।এই সংবাদ সম্মেলন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া জাতীর উদ্দেশ্যে ভাষণের প্রতিক্রিয়া জানাবেন তিনি।

সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়া জানানোর পশাপাশি দেশের বর্তমান পরিস্থিতিও তুলে ধরবেন বলে বিরোধী দলীয় নেতার অফিস সূত্র এই তথ্য  নিশ্চিত করেছেন।

বাইরে সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা থাকায় পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। সূত্র মতে, বিএনপি চেয়ারপারসনের আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার জসিমের নামে হোটেল ৩শ’ জনের বুকিং দেয়া হয়েছে।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন