21 Feb 2018
রাজনীতি

মঙ্গলবার | ২০ মার্চ, ২০১৮ | ৬ চৈত্র, ১৪২৪ | ২ রজব, ১৪৩৯

প্রচ্ছদ » খবর » রাজনীতি » নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিজভীর পাশে খালেদা জিয়া

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিজভীর পাশে খালেদা জিয়া

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিজভীর পাশে খালেদা জিয়া

সোমবার রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান দলের চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া।সেখানে অবস্থানরত দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে পড়ায় তাকে দেখতে যান তিনি।এ সময় তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন এবং রিজভীর স্বাস্থ্যের খোঁজখবর নেন।

কার্যালয়ে অবস্থান শেষে রাত ১১টায় ৫ মিনিটে গুলশান বাসভবনের দিকে রওয়ানা হন খালেদা জিয়া।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঈদের পর থেকেই নয়াপল্টনের বিএনপি কার্যালয় পুলিশ অবরুদ্ধ করে রাখে।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন