Azizul Bashar
শীর্ষ খবর

বৃহস্পতিবার | ১৬ আগস্ট, ২০১৮ | ১ ভাদ্র, ১৪২৫ | ৪ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » শীর্ষ খবর » আজ সন্ধ্যায় রাজধানীতে বর্ডার গার্ড( বিজিবি) মোতায়েন

আজ সন্ধ্যায় রাজধানীতে বর্ডার গার্ড( বিজিবি) মোতায়েন

আজ সন্ধ্যায় রাজধানীতে বর্ডার গার্ড( বিজিবি) মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে বৃহস্পতিবার সন্ধ্যার পর বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। বিকাল সোয়া ৩টার দিকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র প্রধান তথ্য কর্মকর্তা মহাসিন রেজা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে রাজধানী ও নারায়নগঞ্জে বিজিবি মোতায়েনের সিন্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাব সহ  অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তারাও কাজ করবে।

তিনি বলেন, কতো প্লাটুন বিজিবি রাজপথে নামবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছেনা। তবে বিজিবি সদস্য রাজধানীর গুরুর্ত্বপূর্ণ এলাকায় টহল দেবে। যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়।

২৫ অক্টোবর প্রধান বিরোধী দল বিএনপির সমাবেশ উপলক্ষে নাশকতা ও সহিংসতা রুখতে আগাম সর্তক হয়ে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন