21 Feb 2018
জাতীয়

মঙ্গলবার | ২০ ফেব্রুয়ারি, ২০১৮ | ৮ ফাল্গুন, ১৪২৪ | ২ জমাদিউস-সানি, ১৪৩৯

প্রচ্ছদ » খবর » জাতীয় » নাটোরে সংঘর্ষ, আরটিভির সাংবাদিক গুলিবিদ্ধ

নাটোরে সংঘর্ষ, আরটিভির সাংবাদিক গুলিবিদ্ধ

নাটোরে সংঘর্ষ, আরটিভির সাংবাদিক গুলিবিদ্ধ

১৮ দলের দ্বিতীয় দিনের  হরতালে নাটোরের কানাইখালী এলাকায় বিএনপি ও  আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় আরটিভির জেলা প্রতিনিধি তাফাজ্জল হোসেন গুলিবিদ্ধ হন।  আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাটোর সদর থানার ওসি আসলাম হোসেন জানান, হরতালের মধ্যে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কানাইখালী এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে একের পর এক হাতবোমা  বিস্ফোরণ ও গুলি শুরু হয়। এ সময় দায়িত্বরত  তাফাজ্জল  গুলিবিদ্ধ হন।

সংঘর্ষে দুই পক্ষের আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে  ওসি আসলাম হোসেন জানান।

 

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন