Azizul Bashar
এই মুহূর্তে

বৃহস্পতিবার | ১৬ আগস্ট, ২০১৮ | ১ ভাদ্র, ১৪২৫ | ৪ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » এই মুহূর্তে » জয়পুরায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

জয়পুরায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

জয়পুরায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ধামরাইয়ের জয়পুরায়  ঢাকা আরিচা মহাসড়কে তিনটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত এবং  ২০ জন যাত্রী আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীদের  ভোগান্তিতে পড়তে হয়।রাস্তার দুই পাশে দীর্ঘজটের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরায় সন্ধ্যায় তিনটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ যাত্রী মারা যায়। আহত হয় অন্তত ২০ যাত্রী।

হাইওয়ে পুলিশ  আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন