Azizul Bashar
ক্রিকেট

শুক্রবার | ১৭ আগস্ট, ২০১৮ | ২ ভাদ্র, ১৪২৫ | ৫ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » খেলাধুলা » আন্তর্জাতিক » ক্রিকেট » টাইগারদের সিরিজ জয়ের সূর্য উদীয়মান

টাইগারদের সিরিজ জয়ের সূর্য উদীয়মান

টাইগারদের সিরিজ জয়ের সূর্য উদীয়মান

তিন ম্যাচ সিরিজে টাইগাররা গত ম্যাচে জিতে আজকে সিরিজ জয়ের মিশন নিয়ে মাঠে নামবে। আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত তাদের। স্বপ্ন বাস্তবায়নে আরো এক ধাপ এগিয়ে যাবে বাংলার দামাল ছেলেরা।

টাইাগারদের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি মাঠে গড়াবে আজ বেলা দেড়টায়। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

ডেঙ্গু জ্বরের কারণে সাকিব আল হাসানের সিরিজে খেলা এক প্রকার অনিশ্চিত। তার বদলি হিসেবে দলে এসেছেন ইলিয়াস সানী। তবে প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে মুশফিক, নাঈমের পর বল হাতে তান্ডব দেখিয়েছেন রুবেল হোসেন। আজও তাদের দিকেই  চেয়ে থাকবে এ দেশের কোটি কোটি ক্রীড়ামোদীরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে লড়াই শুরু ১৯৯০ সাল থেকে। দীর্ঘ ২৩ বছরে এই দুদলের এখন পর্যন্ত মোট ২২ বারের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ৬ বার। বাকি ১৬ বারই নিউজিল্যান্ড।

চলতি বছর ৩টি ভিন্ন ভিন্ন দলের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। ফলাফল- শ্রীলংকার বিপক্ষে ড্র এবং জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হার। তবে কিউইদের বিপক্ষে সিরিজ জিততে মরিয়া মুশফিকবাহিনী। প্রথম  ওয়ানডে জেতায় স্বপ্নের পরিধিটা আরো একধাপ বেড়ে গেছে। নিউজিল্যান্ডও ছেড়ে দেয়ার পাত্র নয়।

সরাসরি খেলা দেখুন

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন