Azizul Bashar
অর্থনীতি

সোমবার | ২০ আগস্ট, ২০১৮ | ৫ ভাদ্র, ১৪২৫ | ৮ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » অর্থনীতি » পেঁয়াজ নিয়ে বিপাকে ব্যবসায়ীরা

পেঁয়াজ নিয়ে বিপাকে ব্যবসায়ীরা

পেঁয়াজ নিয়ে বিপাকে ব্যবসায়ীরা

হঠাৎ করেই পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন আমদানিকারকেরা। বেশি দামে পেঁয়াজ আমদানী করে হরতালের কারনে পরিবহন সংকট দেখা দেওয়ায়, দেশের বিভিন্ন স্থানে পেয়াজ পাঠাতে না পারায় আর্থিক ক্ষতির সন্মুখীন হচ্ছেন আমদানীকারকরা। স্থানীয় কাষ্টমস কর্তৃপক্ষ জানিয়েছেন, বন্দর দিয়ে রোববার ও সোমবার দু’দিনে ৭শ ৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানী হয়েছে।

কাঁচামাল আমদানীকারক গ্রুপের আহবায়ক হারুনুর রশীদ হারুন জানান, হঠাৎ করে ভারত সরকার পেঁয়াজের এলসি মুল্য টন প্রতি ৯শ ডলার থেকে ১১শ ৫০ ডলার বৃদ্ধি করায় এলসি সংশোধন করে পিয়াজ আমদানী করেন। হরতালের কারনে বিভিন্ন আড়ৎ’এ পেঁয়াজ পাঠাতে না পারায় লোকসান গুনছেন আমদানীকারকেরা।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন