21 Feb 2018
প্রধান খবর

রবিবার | ১৮ মার্চ, ২০১৮ | ৪ চৈত্র, ১৪২৪ | ২৯ জমাদিউস-সানি, ১৪৩৯

প্রচ্ছদ » প্রধান খবর » সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়ার ভিডিও ভাষন

সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়ার ভিডিও ভাষন

সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়ার ভিডিও ভাষন

সোহরাওয়ার্দী উদ্যানে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির জনসভায় সশরীরে থাকছেন না খালেদা জিয়া, তবে নেতাকর্মীদের জন্য থাকছে তার রেকর্ড করা ভিডিও ভাষণ।

বৃহস্পতিবার বিকাল ৩টায় মহানগর বিএনপির উদ্যোগে এই জনসভা আরম্ভ হয়েছে।

এখানে বর্তমানে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখছেন।

সকালে জিয়ার মাজারে বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকমকে বিরোধীদলীয় নেতা রুহুল কবির রিজভী জানান, ‘ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে ভিডিওতে ধারণ করা খালেদা জিয়ার বক্তব্য জনসভায় প্রচার করা হবে।’

কোন জনসভায় এটাই খালেদা জিয়া প্রথম ভিডিও ভাষন।

কেবলমাত্র ২০০৭ সালে গ্রেপ্তার হওয়ার আগে তৃণমূল ও প্রবাসী দলীয় নেতা-কর্মীদের সামনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দিয়েছিলেন বিএনপি চেয়ারপার্সন।

২০০৮ সালের ডিসেম্বরে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ভিডিওতে ধারণ করা বক্তব্য প্রচার করা হয়েছিল ঢাকায় বিএনপির কাউন্সিল অধিবেশনে।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন