21 Feb 2018
বিনোদন

মঙ্গলবার | ২০ মার্চ, ২০১৮ | ৬ চৈত্র, ১৪২৪ | ২ রজব, ১৪৩৯

প্রচ্ছদ » বিনোদন » ড্যানিয়েল রেডক্লিফ সাংবাদিক হচ্ছেন

ড্যানিয়েল রেডক্লিফ সাংবাদিক হচ্ছেন

ড্যানিয়েল রেডক্লিফ সাংবাদিক হচ্ছেন

দ্যা হ্যারি পর্টার ছবির তারকা ড্যানিয়েল রেডক্লিফ তার নতুন ছবি ‘টোকিও ভাইস’এ জ্যাক এডেলস্টিন নামক এক সাংবাদিক এর ভূমিকায় অভিনয় করছেন। ২৪ বছর বয়সী একজন আমেরিকান সাংবাদিকের বাস্তব জীবনী নিয়ে লেখা বই থেকে ছবির কাহিনী নেওয়া হয়েছে। ছবির মূল ঘটনায় জ্যাক টোকিও মেট্রোপলিটন পুলিশ প্রেস ক্লাব এ কর্মজীবনের অভিজ্ঞতা প্রদর্শন করেছেন। কর্মজীবনে থাকা অবস্থায় ইয়োকুজা গ্যাং এর নেতা গুতো তাদামাস এর দূর্নিতি, সন্ত্রাসী কর্মকান্ড সম্পর্কে খবর উন্মোচিত করে।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন