Azizul Bashar
বিনোদন

বৃহস্পতিবার | ১৬ আগস্ট, ২০১৮ | ১ ভাদ্র, ১৪২৫ | ৪ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » বিনোদন » দিপীকার কঠিন শ্রম “হ্যাপি নিউ ইয়ার” ছবির জন্য

দিপীকার কঠিন শ্রম “হ্যাপি নিউ ইয়ার” ছবির জন্য

দিপীকার কঠিন শ্রম “হ্যাপি নিউ ইয়ার” ছবির জন্য

‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে শক্তিশালী নাচ উপহার দিতে প্রস্তুতি নিচ্ছেন দিপীকা পাডুকোন। যদিও তার রেকর্ডে পূর্ববর্তী তিনটি মুক্তিপ্রাপ্ত ছবিই বিশাল রেকর্ডের অধিকারী। এর মধ্যে রয়েছে রেস-২, ইয়ে জাওয়ানী হ্যায় দিওয়ানী এবং চেন্নাই এক্সপ্রেস।

দিপীকা তার কাজের ব্যাপারটি সবসময়ই গুরুত্বের সাথে নেয়। এই আন্তরিকতার প্রতি বিশ্বাস রেখে, সেটা প্রমান করতে কঠিন শ্রম দিচ্ছেন ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে। তার পূর্ববর্তী ছবি চেন্নাই এক্সপ্রেস টিভিতে সবার দৃষ্টি আকর্ষন করেছে। তার বিশেষ ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিটিও তার ব্যতিক্রম নয়।

এই ছবির চরিত্রটি হবে তার কো-আর্টিষ্ট শাহরুখ খান, অভিষেক বচ্চন, সনু সোধ, ভিবান সাহ এবং বোমান ইরানীকে নাচের পুরষ্কার জয়ের জন্য সাহায্য করা।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন