Azizul Bashar
জাতীয়

বৃহস্পতিবার | ১৬ আগস্ট, ২০১৮ | ১ ভাদ্র, ১৪২৫ | ৪ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » খবর » জাতীয় » বগুড়ার কাহালুতে ভয়াবহ অগ্নিকান্ড

বগুড়ার কাহালুতে ভয়াবহ অগ্নিকান্ড

বগুড়ার কাহালুতে ভয়াবহ অগ্নিকান্ড

শক্রবার দুপুরে কাহালু বাজারে হাটসেটে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১১ টি দোকান ভষ্মিভূত হয়। ক্ষয়-ক্ষতির পরিমান এতে প্রায় ১ কোটি টাকা।

জানা গেছে, আজ দুপুর দেড়টার দিকে কাহালুর বাজারের হাটসেটে অবস্থিত দোকান গুলোতে হঠাৎ শর্ট সার্কিটে অগ্নিকান্ড ঘটে। মুহূর্তের মধ্যে ভযাবহ আগুনের লেলিহান শিখায় দোকান গুলো পুড়ে ছাই হয়ে যায়।

হাটসেটে অবস্থিত মিম ইলিক্টনিক্‌ ষ্টোর, আরিফ ভ্যরাইটিজ ষ্টোর, আহসান ষ্টোর, আনছার ষ্টোর, ঠান্ডু ইলেক্ট্রনিক্স ষ্টোর, মোস্তফা গুড়, রাছেল ষ্টোর, রাজ্জাক ষ্টোর,মোমিন ষ্টোর,আইয়ুব ষ্টোর, ও বাবলুর গুড়ের দোকান সহ মোট ১১ টি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিস এর একটি দল ঘটনা স্থলে পৌছার আগেই স্থানীয় লোকজন আগুন নিভাতে সক্ষম হয়।

অগ্নিকান্ডের সংবাদ শুনে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওঃ তায়েব আলী, ‌উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা খাতুন, পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করেন।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন