Azizul Bashar
সিনেমা

বৃহস্পতিবার | ১৬ আগস্ট, ২০১৮ | ১ ভাদ্র, ১৪২৫ | ৪ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » বিনোদন » সিনেমা » ১০ই নভেম্বর শুরু হচ্ছে ১৯ তম কলকাতা চলচিত্র উৎসব

১০ই নভেম্বর শুরু হচ্ছে ১৯ তম কলকাতা চলচিত্র উৎসব

১০ই নভেম্বর শুরু হচ্ছে ১৯ তম কলকাতা চলচিত্র উৎসব

আগামীকাল থেকে শুরু হতে চলেছে ১৯ তম কলকাতা চলচ্চিত্র উৎসব৷ রবিবার দুপুরে নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন অমিতাভ-শাহরুখ-কমল হাসান, মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিত‍ চট্টোপাধ্যয়-সহ অন্যন্য তারকারা৷ চলচ্চিত্র উৎসবকে ঘিরে তাই এই মুহূর্তে সিনেমাপ্রেমী মানুষের উৎসাহ তুঙ্গে৷ সরকারের পক্ষ থেকে চলচ্চিত্র উৎসবকে জনতার কাছে পৌঁছে দিতে দু’টি ক্যাণ্টার গাড়ি (সিনেমা ভ্যান) রাখা হচ্ছে৷ উৎসবের দিনগুলিতে শহরের সর্বত্র ঘুরবে গাড়ি দু’টি৷

রবিবারের উদ্বোধনে থাকবেন অমিতাভ-পত্নী জয়া বচ্চনও৷ সদ্যপ্রয়াত ঋতুপর্ণ ঘোষের ‘সানগ্লাস’ সিনেমায় উদ্বোধন হবে উৎসবের৷ হিন্দি ভাষায় ছবিটির নাম ‘তাকঝাক’৷ উদ্বোধনী অনুষ্ঠানে যেহেতু সকলে ঢুকতে পারবেন না তাই ছবিটি পরে আবার নন্দনে দেখানো হবে৷ এছাড়াও প্রয়াত পরিচালকের আটটি সিনেমা দেখানো হবে এবারের উৎসবে৷

প্রতিদিনই থাকছে নতুন নতুন চমক৷ চলতি বছর থেকে শুরু হচেছ ‘সত্যজিত রায় স্মারক’ বক্তৃতা৷ যাতে অংশ নেবেন অস্কারজয়ী পরিচালকের প্রিয় নায়িকা শর্মিলা ঠাকুর আর সত্যজিত-পুত্র সন্দীপ রায়৷ ‘রেট্রোস্পেকটিভ’-এ থাকবে দক্ষিণী পরিচালক আদুর গোপালকৃষ্ণেণের সিনেমা৷ এবার মোট ৬৩টি দেশের ১৫’শ জন পরিচালকের ১৮৯ টি সিনেমা দেখানো হবে৷ উৎসব চলাকালীন মোট ১৩টি হলে চলবে সিনেমাগুলি৷

উৎসব চলাকালীন হীরালাল মঞ্চে কর্মশালা করবেন সুজিত সরকার৷ ৫০ বছর হতে চলা বাঙালি পরিচালকদের মধ্যে সত্যজিত রায়, তপন সিনহা, তরুণ মজুমদারের সিনেমা দেখানো হবে৷ উৎসব নিয়ে উৎসাহ বাড়াতে নতুন প্রযুক্তিরও সাহায্য নেওয়া হচেছ৷ অ্যানড্রয়েড মোবাইলে ‘কলকাতা ইণ্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ ডাউনলোড করলে উৎসব সম্পর্কিত সমস্ত তথ্য পাওয়া যাবে৷

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন