Azizul Bashar
প্রধান খবর

বৃহস্পতিবার | ১৬ আগস্ট, ২০১৮ | ১ ভাদ্র, ১৪২৫ | ৪ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » প্রধান খবর » বিএনপি নেতাদের কারাগারে প্রেরণ, রিমান্ডের শুনানি ১৪ নভেম্বর

বিএনপি নেতাদের কারাগারে প্রেরণ, রিমান্ডের শুনানি ১৪ নভেম্বর

বিএনপি নেতাদের কারাগারে প্রেরণ, রিমান্ডের শুনানি ১৪ নভেম্বর

পুলিশের কাজে বাধা, গাড়ি ভাংচুর ও পোড়ানো এই দুটি ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা মমলায় বিএনপির তিন জন স্হায়ী কমিটির  সদস্যসহ মোট পাঁচ জনকে কারাগারে প্রেরন করেছে আদালত।

নেতাদের জিজ্ঞাসাবাদের জন্য দুটি মামলায় ১০ দিন করে মোট ২০ দিন রিমান্ড চেয়েছিল পুলিশ। কিন্তু প্রয়োজনীয় কেস ডাইরি না থাকায় এই শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন আদালতের হাকিম জয়নোব বেগম।

আটক এই পাঁচ নেতাকে  শনিবার বেলা সাড়ে ৩টার দিকে একটি প্রিজন ভ্যানে করে পুরান ঢাকার আদালত প্রাঙ্গণে আনা হয়।

বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন- সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক, সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন, বর্তমান সভাপতি এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার জিয়াউর রহমান প্রমুখ।

উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ  সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে শুক্রবার রাতে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন