Azizul Bashar
রম্য রচনা

শনিবার | ১৮ আগস্ট, ২০১৮ | ৩ ভাদ্র, ১৪২৫ | ৬ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » বিনোদন » রম্য রচনা » ডাক্তারদের বিয়ে

ডাক্তারদের বিয়ে

ডাক্তারদের বিয়ে

ডাক্তারদের বিয়ে

অনুষ্ঠান কিছুটা এমন ভাবে হওয়া উচিত যাতে করে মনে হয় ডাক্তারের বিয়ে হচ্ছে।বর এ্যাম্বুলেন্সে করে আসবে।
বিয়ের অনুষ্টান সম্পন্ন হবে হাসপাতালের ভিতরে!
ছবি তোলার জায়গায় এক্স-রে তোলা হবে! বিয়ের দাওয়াতে মিষ্টির বদলে ভিটামিন-সি দেয়া হবে সবাইকে! মেহমানদের ঠান্ডা পানীয় আর বোরহানির পরিবর্তে গ্লুকোজ এবং স্যালাইন দেয়া হবে!
বরের গলায় ফুলের মালার পরিবর্তে স্টেথিস্কপ্ থাকবে!

আর মজা তো তখন হবে যখন বিয়ে করা শেষে ডাক্তার সাহেব বলবেন “নেক্সট প্লিজ”!

 

সেখানে কেউ যেতে রাজি না

স্বামী: দুবাই যাচ্ছি।
স্ত্রী: আমার জন্য স্বর্ণের অলংকার নিয়ে এসো।
স্বামী: আমেরিকা যাচ্ছি।
স্ত্রী: আমার জন্য মেকআপ বক্স নিয়ে এসো।
স্বামী: প্যারিস যাচ্ছি।
স্ত্রী: আমার জন্য পারফিউম নিয়ে এসো।
স্বামী: জাহান্নামে যাচ্ছি।
স্ত্রী:” আমার জন্য চিন্তা করো না। তুমি নিজের খেয়াল রাইখো।

 

ফাঁকি মারার ধান্ধা

হাবলু ও ট্যাক্সি ড্রাইভারের মধ্যে কথোপকথন—

ট্যাক্সি ড্রাইভার: স্যার, ট্যাক্সির পেট্রল শেষ হয়ে গেছে। গাড়ি আর সামনে যাবে না। এখানেই নেমে পড়ুন।
হাবলু: এত ফাঁকি মারার ধান্ধা করো কেন? গাড়ি সামনে যাবে না, তাহলে পেছনে নিয়ে যাও। আমাকে যেখান থেকে উঠিয়েছ, সেখানে দিয়ে এসো।

 

সরকারী চাকুরী

প্রথম বন্ধু: আমার দাদা দৌড়ে চ্যাম্পিয়ন ছিলেন। তীর ছুড়ে দিলে সেটার আগে লক্ষ্যে পৌঁছে যেতেন।

দ্বিতীয় বন্ধু: আমার দাদা আরো বড় দৌড়বিদ ছিলেন। গুলির পাশাপাশি ছুটতে পারতেন তিনি।

তৃতীয় বন্ধু: আর আমার দাদা সরকারি চাকরি করতেন। অফিস ছুটি হতো পাঁচটায়, তিনি তিনটার সময়ই বাসায় চলে আসতেন রোজ।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন