Azizul Bashar
শীর্ষ খবর

শনিবার | ১৮ আগস্ট, ২০১৮ | ৩ ভাদ্র, ১৪২৫ | ৬ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » শীর্ষ খবর » বগুড়ায় ১৮ দলের মিছিলে পুলিশের গুলি, টিয়ারশেল নিক্ষেপ

বগুড়ায় ১৮ দলের মিছিলে পুলিশের গুলি, টিয়ারশেল নিক্ষেপ

বগুড়ায় ১৮ দলের মিছিলে পুলিশের গুলি, টিয়ারশেল নিক্ষেপ

বগুড়ায় ১৮ দলের মিছিলে পুলিশের গুলি,টিয়ারশেল,রাবারবুলেট, ফাঁকা গুলি বর্ষনে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, এনটিভিরি ক্যামেরাম্যান সহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। এসময় পুলিশ ১৮ দলীয়জোটের কমপক্ষে ২০জনকে আটক করেছে।Bogura1

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল ৪টায় ৮৪ ঘন্টা হরতালের সমর্থনে জেলা ১৮ দলীয় জোট শহরের পৌর অ্যাডওয়ার্ড পার্কে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে। সমাবেশ শেষে পার্ক থেকে একটি বিরাট মিছিল শুরু হয়। মিছিলটি জিরো পয়েন্ট সাতমাথা অতিক্রম করে সদর থানার সামনে পৌছলে পুলিশ মিছিল লক্ষ্য করে টিয়ারশেল, রাবার বুলেট, ও ফাকা গুলি ছোড়ে। এসময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে রাস্তার পাশের ছোট বড় শতাধিক যানবাহন ভাংচুর শুরু করে। তখন পুলিশ বেপরোয়া হয়ে মিছিলকারী ও সাধারন মানুষের উপর হামলা করে বেধড়ক লাঠিপেটা করে। এসময় বিএনপির মহিলা কর্মী শিল্পী বেগম (৩৫) কে লাঠিপেটা করলে সে অচেতন হয়ে রাস্তায় পড়ে থাকে। পরে পুলিশ তাকে সহ আরো কমপক্ষে ২০জনকে আটক করে। পুলিশের রাবার বুলেটে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম সহ শতাধিক নেতাকর্মী আহত হন। তারা শহরের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এনটিভির ক্যামেরাম্যান এমদাদুল হক (৩৫) গুরুতর আহত হয়েছেন। তার মাথায় আঘাত লেগেছে তাকে স্থানীয় শারমিন ক্লিনিকে ভর্তি করা হয়। তার মাথায় বেশকয়েকটি সেলাই দিতে হয়েছে। এ ঘটনার সময় কবি নজরুল ইসলাম সড়কে একটি প্রাইভেট গাড়ীতে আগুন দিলে এলাকার লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলে।প্রায় আধা ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এসময় শহরের নিউমার্কেট সহ বিভিন্ন মার্কেট ও ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। মানুষ প্রাণভয়ে ছুটোছুটি করে। পুলিশ মিছিলকারীদের ধাওয়া করে।Bogura3

সমাবেশে জেলা ১৮ দলের আহবায়ক ও জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম জামায়াতের জেলা আমীর শাহাবিুদ্দিন, বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁন, জামায়াতের আলমগীর হেসাইন, জাগপার আমীর মন্ডল, ইসলামী ওইক্যজোটের মুফতি আব্দুল ওয়াহেদ, বিএনপি নেতা শোকরানা সহ জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ভিপি সাইফুল বলেন, নির্বাচনী কাজ করা যাবে না। কেউ করলে নিজ দায়িত্বে করতে হবে। যদি কোন গুলি,টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয় তার দায়িত্ব বগুড়াবাসী নেবে না।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন