Azizul Bashar
সৌন্দর্য গঠন ও ফ্যাশন

শুক্রবার | ২৫ মে, ২০১৮ | ১১ জ্যৈষ্ঠ, ১৪২৫ | ৯ রমযান, ১৪৩৯

প্রচ্ছদ » জীবন যাপন » সৌন্দর্য গঠন ও ফ্যাশন » ২০১৩-র বিশ্বসুন্দরীর মুকুট পরলেন ভেনেজুয়েলার গ্যাব্রিয়েলা ইসলার

২০১৩-র বিশ্বসুন্দরীর মুকুট পরলেন ভেনেজুয়েলার গ্যাব্রিয়েলা ইসলার

২০১৩-র বিশ্বসুন্দরীর মুকুট পরলেন ভেনেজুয়েলার গ্যাব্রিয়েলা ইসলার

রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৩ এর বিশ্বসুন্দরী প্রতিযোগীতায় বিশ্বসুন্দরীর মুকুট পরলেন ভেনেজুয়েলার গ্যাব্রিয়েলা ইসলার। জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে তাঁর মাথায় হীরের মুকুট পরিয়ে দেন ২০১২-র বিশ্বসুন্দরী অলিভিয়া কালপো।

miss_universe_miss_venezuela_crown_2_BCCNews24

রাশিয়ার মস্কোয় এই প্রতিযোগীতায় অংশ নিয়েছিল ৮৬টি দেশ। চূড়ান্ত পর্বে ১৬ জনের মধ্যে থেকে গ্যাব্রিয়েলা ইসলারকে বেছে নেন বিচারকরা। ১৯৫২ সালে আমেরিকার পাম বিচে প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ৬১ বছরে এই প্রথম রাশিয়ায় অনুষ্ঠিত হল বিশ্বসুন্দরী প্রতিযোগীতা।

২৫ বছরের গ্যাব্রিয়েলা একটি টেলিভিশন চ্যানেলের উপস্থাপিকা।
ছোট বেলা থেকে ফ্লেমেঙ্কো নাচ শিখেছেন ইসলার। তিন বছর আগে থিসিস শেষ করেন বিশ্বসুন্দরী। মুকুট পড়ার পর নিজের ভাল লাগার অনেক কথাই জানিয়েছেন এই বিশ্বসুন্দরী।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন