Azizul Bashar
প্রধান খবর

শনিবার | ১৮ আগস্ট, ২০১৮ | ৩ ভাদ্র, ১৪২৫ | ৬ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » প্রধান খবর » ফুলবাড়ীয়ায় ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০

ফুলবাড়ীয়ায় ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০

ফুলবাড়ীয়ায় ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০

দিনাজপুরের ফুলবাড়ীতে আজ মঙ্গলবার ভোর ৩টা ৩৫ মিনিটে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শত শত যাত্রীর প্রাণ বাঁচলেও আহত হয়েছে প্রায় ৪০ জন। সাড়ে ৫ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকারপর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, আজ মঙ্গলবার ভোররাত ৩টা ৩৫ মিনিটে ফুলবাড়ী রেলষ্ট্রেশনের ১ নং পস্নাটফরমের ১ নং লাইনে ৭ ঘন্টা বিলম্বে আসা সৈয়দপুর থেকে খুলনা গামী ৭৪৮ নং আন্ত্মঃনগর সীমান্ত্ এক্সপ্রেস ট্রেনটি দাড়িয়ে থাকে। ওই সময় একই লাইনে ঢুকে পড়ে ঢাকা থেকে দিনাজপুরগামী ৭০৫ আন্ত্মঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি। এতে দু’টি ট্রেনের মুখো-মুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ষ্টেশনে দাড়িয়ে থাকা সীমান্ত্ এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন সংলগ্ন একটি বগি দুমড়ে মুচড়ে লাইনচুত হয়ে উল্টে পড়ে। অপরদিকে একতা  এক্সপ্রেস  ট্রেনটির ২টি বগি লাইনচুত হয়। তাতক্ষনিক খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। হাসপাতালে আহত ১২জন ভর্তি হলেও আরো ২৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। ভর্তিকৃত ১২ জনের মধ্যে আমজাদকে নামের এক জনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন, কামরম্নল হাসান (২৮), বাবলু (৩০), নুর ইসলাম (৫৭), আলহাজ্ব লুৎফর রহমান (৫৫), রাজু (২৫), কবিরম্নল (২৪), জিয়ারম্নল (৩০), মেহেরাব (৩৫), আনোয়ার (৫২), ইউনুস (৫৫), আমজাদ (৫০), আব্দুল মান্নান (৩৮)। এদের মধ্যে আমজাদকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দূর্ঘটনার সময় ষ্টেশনে কর্মরত ছিলেন ষ্টেশন মাষ্টার সামসুল ইসলাম এবং লাইন ক্লিয়ার দেয়ার দায়িত্বে নিয়োজিত ছিলেন পয়েন্টসম্যান ইউনুছ।

ঘটনার পর থেকেই দায়িত্বরত স্টেশন মাস্টার আব্দুল হামিদসহ দায়িত্বরত সকল কর্মচারী পলাতক রয়েছে। ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরম্নজ্জামান সকাল পৌনে ৬টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় জনতা ও প্রত্যক্ষদর্শীরা জানান, একতা এক্সপ্রেস  ট্রেনের চালকের দায়িত্বহীনতার কারনে এ দূর্ঘটনা ঘটেছে। ষ্টেশনে ট্রেন আছে এমন সিগন্যাল থাকা সত্বেও একতা এক্সপ্রেস  ষ্টেশনে প্রবেশ করানোয় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন