Azizul Bashar
ফুটবল

শনিবার | ১৮ আগস্ট, ২০১৮ | ৩ ভাদ্র, ১৪২৫ | ৬ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » খেলাধুলা » আন্তর্জাতিক » ফুটবল » চোট পেয়ে আবার মাঠের বাইরে লিওনেল মেসি

চোট পেয়ে আবার মাঠের বাইরে লিওনেল মেসি

চোট পেয়ে আবার মাঠের বাইরে লিওনেল মেসি

বার্সেলোনা ক্লাব সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বাঁ পায়ের হ্যামস্ট্রিং-এ চোট পেয়ে প্রায় ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে  এই বিশ্বসরো ফুটবল তারকাকে৷ গত রবিবার লা লিগায়, রিয়েল বেটিসের বিরুদ্ধে ম্যাচের ২০ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি ।কিন্তু তার পরেও নেইমার যাদুতে ৪-১ গোলে সহজেই ম্যাচ জিততে সক্ষম হয় বার্সা৷ ম্যাচের পর  ক্লাবের তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে,‘সোমবার সকালে ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে, বাঁ পায়ের হ্যামস্ট্রিং-এর চোটে আগামী ৬-৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মেসিকে৷’ তবে দলে মেসির অনুপস্থিতি নিয়ে বার্সা কোচ খুব একটা চিন্তিত নন৷ মেসিকে ছাড়াও ম্যাচ জিততে বদ্ধপরিকর মোয়েস।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন