Happy New Year 
 2018
এই মুহূর্তে

বুধবার | ২৪ জানুয়ারি, ২০১৮ | ১১ মাঘ, ১৪২৪ | ৫ জমাদিউল-আউয়াল, ১৪৩৯

প্রচ্ছদ » এই মুহূর্তে » চরফ্যাশন-বাবুরহাট সড়কে ২টি টেম্পুর সংঘর্ষে আহত- ৮

চরফ্যাশন-বাবুরহাট সড়কে ২টি টেম্পুর সংঘর্ষে আহত- ৮

চরফ্যাশন-বাবুরহাট সড়কে ২টি টেম্পুর সংঘর্ষে আহত- ৮

ভোলার চরফ্যাশন-বাবুরহাট সড়কে ২টি টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ৮ যাত্রী আহত হয়েছে। আহতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ৭টায় বাবুরহাট বাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আহত যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল পৌনে ৭ টায় বাবুরহাট থেকে একটি যাত্রীবাহী টেম্পু যাত্রী নিয়ে চরফ্যাশন বাজারের উদ্দেশ্যে রওনা হয়। বাবুরহাট বাজারের পশ্চিম পার্শ্বের সড়কে সকাল ৭টায় পৌঁছলে চরফ্যাশন থেকে বাবুরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি টেম্পুর সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ২টি টেম্পুর ৮ যাত্রী আহত হয়েছে। আহতরা হচ্ছে- রমিজ (১৪), জাফর উল্লাহ (১৭), নুরনবী (১৫), নোমান শরীফ (২৭), কাওসার (৩০), শাহীন (২৮), কামরুল ইসলাম (৩২) ও নুরুল ইসলাম (২৪)।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন