Azizul Bashar
উৎসব

শুক্রবার | ১৭ আগস্ট, ২০১৮ | ২ ভাদ্র, ১৪২৫ | ৫ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » খবর » উৎসব » এসো আমরা আবার মিলি বকুল তলায়

এসো আমরা আবার মিলি বকুল তলায়

এসো আমরা আবার মিলি বকুল তলায়

১৫ নভেম্বর, শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় নবান্ন উৎসব উদযাপিত হবে। জাতীয় নবান্নোৎসব উদযাপন পরিষদ আয়োজিত নবান্ন উৎসব ১৪২০, সকাল ৭টা থেকে শুরু হয়ে চলবে বেলা ১২টা পর্যন্ত।

উৎসবে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, নবান্ন কথন, শোভাযাত্রা, পিঠা-মুড়ি-মুড়কি, বাউলগান, আদিবাসী পরিবেশনা, রাঁয়বেশে ইত্যাদি পরিবেশিত হবে। ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ আহবানের মাধ্যমে উৎসব জমবে বাঁশির সুরে।

উদ্বোধন করবেন প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। নবান্ন কথনে অংশ নেবেন পর্ষদের চেয়ারম্যান লায়লা হাসান ও আহবায়ক শাহরিয়ার সালাম। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে নবান্ন শোভাযাত্রা। উৎসব সকলের জন্য উন্মুক্ত থাকবে।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন