21 Feb 2018
অপরাধ

মঙ্গলবার | ২০ মার্চ, ২০১৮ | ৬ চৈত্র, ১৪২৪ | ২ রজব, ১৪৩৯

প্রচ্ছদ » খবর » অপরাধ » ব্রাহ্মণবাড়িয়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত – ২০

ব্রাহ্মণবাড়িয়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত – ২০

ব্রাহ্মণবাড়িয়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত – ২০

ব্রাহ্মণবাড়িয়ায় দু’গ্রুপের লোকজনের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকালে শিশুদের ক্রিকেট খেলার বিরোধের জের ধরে সদর উপজেলার অষ্টগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে অষ্টগ্রাম বাজারে অন্তত ২০টি দোকান ভাংচুর ও লুটপাট করা হয়।

এলাকাবাসী ও পুলিশ জানান, সকাল ১১টার দিকে ক্রিকেট খেলার বিরোধের জের ধরে অষ্টগ্রামের গাজির গ্রুপ ও আহম্মদ আলীর গ্রুপের কয়েক’শ লোক দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখী সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে শের আলী মুন্সি (৭০), আসমা বেগম (৩৫), হেলেনা বেগম (৪০), সাইফুল ইসলাম (৩৫) কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিসা নিচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) কামাল পাশা, বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পরবর্তি সংঘর্ষ এড়াতে এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন