21 Feb 2018
এই মুহূর্তে

সোমবার | ১৯ মার্চ, ২০১৮ | ৫ চৈত্র, ১৪২৪ | ২৯ জমাদিউস-সানি, ১৪৩৯

প্রচ্ছদ » এই মুহূর্তে » সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই জন নিহত

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই জন নিহত

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই জন নিহত

পাবনা জেলার সুজানগড় উপজেলার কোলাদীতে সিএজি চালিত অটোরিকশা ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।  আজ  শুক্রবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হল সদর উপজেলার কোলাদী গ্রামের আ. সত্তার (৫০), ও তার স্ত্রী সুফিয়া খাতুন (৪৫)। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ছয় জন। আহতদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, পাবনা থেকে যাত্রীবাহী একটি সিএনজি সুজানগর যাওয়ার পথে কোলাদী এলাকায় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন