21 Feb 2018
উৎসব

শনিবার | ১৭ মার্চ, ২০১৮ | ৩ চৈত্র, ১৪২৪ | ২৮ জমাদিউস-সানি, ১৪৩৯

প্রচ্ছদ » খবর » উৎসব » আজ বরগুনায় তিন দিন ব্যাপী রাস উৎসব শুরু

আজ বরগুনায় তিন দিন ব্যাপী রাস উৎসব শুরু

আজ  বরগুনায় তিন দিন ব্যাপী রাস উৎসব শুরু

প্রথমবারের মত বরগুনা আমতলী মদন-মোহন মন্দির প্রাঙ্গনে আজ (রবিবার) থেকে তিন দিন ব্যাপী রাস উৎসব শুরু হচ্ছে। রবিবার সকালে পায়রা নদীতে গঙ্গাস্নানের মধ্য দিয়ে হিন্দু নর-নারীরা উৎসবের সূচনা করবেন। সন্ধ্যায় মদন-মোহন মন্দির প্রাঙ্গনে রাঁধারানী ও শ্রীকৃষ্ণনের যুগল বিগ্র (মূর্তি) প্রতিস্থাপন করবে। রাতে ভগবত পাঠ ও আলোচনা সভা এবং ভোগরাগের আয়োজন করেছে। উৎসব আয়োজক কালা চাঁন কর্মকার জানান ভারতের নব দ্বীপের আদলে এখানে মঞ্চ রাসের আয়োজন করা হয়েছে। তিন দিন ভক্তরা রাধাঁরানী ও ভগবান শ্রীকৃষ্ণের যুগল দর্শন করবে। এ ছাড়া প্রতিদিন সন্ধ্যা থেকে সন্ধ্যা আরতী, ভগবত পাঠ, আলোচনা সভা, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান ও ভোগরাগের ব্যাবস্থা করা হয়েছে।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন