21 Feb 2018
সিনেমা

রবিবার | ১৮ মার্চ, ২০১৮ | ৪ চৈত্র, ১৪২৪ | ২৯ জমাদিউস-সানি, ১৪৩৯

প্রচ্ছদ » বিনোদন » সিনেমা » বক্সঅফিস কাঁপাচ্ছে সঞ্জয়ের ‘রামলীলা’

বক্সঅফিস কাঁপাচ্ছে সঞ্জয়ের ‘রামলীলা’

বক্সঅফিস কাঁপাচ্ছে সঞ্জয়ের ‘রামলীলা’

মুক্তির প্রথম সাপ্তাহে একশো কোটির ক্লাবের দাবিদার রামলীলা। শুক্রবার শুধু ভারতের বক্সঅফিসেই রামলীলার আয় ছিল ১৬ কোটি, শনিবার ১৭.২৫ কোটি ও রবিবারে ১৯.৫০ কোটির ব্যবসা করেছে রামলীলা। শুধু ভারতে নয়, যুক্তরাজ্যেও এই সপ্তাহে প্রথম দশে রয়েছে রামলীলা।

ইরোজ এন্টারটেনমেন্টের ভাইস প্রেসিডেন্ট নন্দু আহুজা জানালেন, “মুক্তির দিন থেকেই খুব ভাল সাড়া পেয়েছে রামলীলা। মনে হচ্ছে বক্সঅফিসে রাজত্ব করবে রামলীলা।” রামলীলা এই বছরে দীপিকার চতুর্থ ছবি। রেস টু, চেন্নাই এক্সপ্রেস, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, প্রত্যেকটি ছবিই ১০০ কোটির ব্যবসা করেছে। এই তালিকায় থাকা অন্য দুটি নাম ভাগ মিলখা ভাগ ও গ্র্যান্ড মস্তি। তবে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে কৃষ থ্রি (২৩১.৪ কোটি)।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন