21 Feb 2018
এই মুহূর্তে

মঙ্গলবার | ২০ মার্চ, ২০১৮ | ৬ চৈত্র, ১৪২৪ | ২ রজব, ১৪৩৯

প্রচ্ছদ » এই মুহূর্তে » দিনে তিনবার একই ছবি দেখলেন অমিতাভ

দিনে তিনবার একই ছবি দেখলেন অমিতাভ

দিনে তিনবার একই ছবি দেখলেন অমিতাভ

সঞ্জয় লীলা বানশালীর ছবি দেওয়ানা করেছে অমিতাভ বচ্চনকে। এক দিনে তিনি তিনবার এই ছবি দেখে ফেলেছেন।

রামলীলায় মুগ্ধ গোটা ভারত। সঞ্জয় লীলা বনশালির ছবিতে সত্যিই মন মজেছে আট থেকে আশির। স্বয়ং অমিতাভ বচ্চনই বুঁদ হয়ে আছেন রামলীলার নেশায়। বিগ বি ব্লগে লিখেছেন, “অন্যদের ভাল কাজ দেখলে, প্রশংসা করলে সত্যিই ভাল অনুভূতি হয়। আজ রাম-লীলা দেখে মন খুলে প্রশংসা করতে ইচ্ছা করছে। ছবির সব কলাকূশলীরা অনবদ্য…রামলীলা দেখা আমার জীবনের অন্যতম মনে রাখার মত ঘটনা। এত কম সময়ের মধ্যে নতুন প্রজন্মের এত ভাল কাজ দেখে আমি মুগ্ধ। কাজের প্রতি ওদের ভালবাসা আর পারফেকশন আমাকে খুশি করেছে। সত্যিই ওরা ভারতীয় চলচ্চিত্রের ভবিষ্যত্। এই চলচ্চিত্র জগতের একজন ক্ষুদ্র সদস্য হতে পেরে আমি গর্বিত।”

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন