21 Feb 2018
এই মুহূর্তে

শনিবার | ১৭ মার্চ, ২০১৮ | ৩ চৈত্র, ১৪২৪ | ২৮ জমাদিউস-সানি, ১৪৩৯

প্রচ্ছদ » এই মুহূর্তে » শীর্ষ নেতাদের জামিন শুনানি শেষ : আদেশ পরে

শীর্ষ নেতাদের জামিন শুনানি শেষ : আদেশ পরে

শীর্ষ নেতাদের জামিন শুনানি শেষ : আদেশ পরে

আটক বিএনপির স্থায়ী কমিটির ৩ নেতাসহ শীর্ষ ৫ নেতার ২ মামলায় জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। আদেশ পরে দেয়া হবে। বৃহস্পতিবার সকালে মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়। তবে আসামিদের আদালতে আনা হয়নি। শুনানি  শেষে বেলা পৌনে ১১টার দিকে বিচারক জানান, আজই যে কোনো এক সময় এ আদেশ দেয়া হবে।

আসামিপক্ষে শুনানি করেন এডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার ও মোহাম্মদ আলী।

এর আগে ১৮ নভেম্বর ৫ নেতার পক্ষে তাদের আইনজীবী সানাউল্লাহ মিয়া ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালতে জামিন আবেদন করলে ওইদিন আংশিক শুনানি হয়।

 

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন