21 Feb 2018
এই মুহূর্তে

শুক্রবার | ২৩ ফেব্রুয়ারি, ২০১৮ | ১১ ফাল্গুন, ১৪২৪ | ৬ জমাদিউস-সানি, ১৪৩৯

প্রচ্ছদ » এই মুহূর্তে » ভোলায় সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৫

ভোলায় সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৫

ভোলায় সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৫

ভোলার ঘুইংগার হাট এলাকায় তেলবাহী ট্যাঙ্কারের সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক মহিলা নিহত ও অপর পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম রিনা বেগম। সে দৌলতখানের জাহাঙ্গীর আলমের স্ত্রী।

বাংলাবাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেন বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে ভোলা-চরফ্যাশন মহাসড়কে তেলবাহী একটি ট্যাঙ্কার বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয় এতে অটোরিক্সায় থাকা ছয় যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রিনা বেগমকে মৃত ঘোষণা করেন। অন্যান্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন, মাফুজ (৬০), মোস্তফা (৫০), জাহেদ (১৫), সেলিনা (৩০) ও রাবিক (৭)। পুলিশ তেলবাহী ট্যাঙ্কারটিকে আটক করেছে। চালক পলাতক থাকায় তাকে আটক করা যায় নি।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন