21 Feb 2018
জাতীয়

সোমবার | ১৯ ফেব্রুয়ারি, ২০১৮ | ৭ ফাল্গুন, ১৪২৪ | ২ জমাদিউস-সানি, ১৪৩৯

প্রচ্ছদ » খবর » জাতীয় » সোমবার তফসিল ঘোষণা হতে পারে: শাহনেওয়াজ

সোমবার তফসিল ঘোষণা হতে পারে: শাহনেওয়াজ

সোমবার তফসিল ঘোষণা হতে পারে: শাহনেওয়াজ

আগামী সোমবার দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা। জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

শুক্রবার বিকালে চাঁদপুরে কর্মরত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শাহনেওয়াজ বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ইতোমধ্যে কমিশন যাবতীয় কাজ সম্পন্ন করেছে। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনের অনেক কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। দীর্ঘদিন ধরে তাদের সার্ভিস রুল নিয়ে অনেক সমস্যা ও অনিয়ম ছিল। এসব সমস্যা সমাধানে আমরা এগিয়ে যাচ্ছি। এসব বিষয় নিয়ে অফিসে বড় ধরনের কোন সমস্যা নেই বলে মনে করেন এই কমিশনার।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন