Azizul Bashar
আন্তর্জাতিক

শুক্রবার | ১৭ আগস্ট, ২০১৮ | ২ ভাদ্র, ১৪২৫ | ৫ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » খবর » আন্তর্জাতিক » হেলেনের তাণ্ডবে অন্ধ্রে মৃত -৭

হেলেনের তাণ্ডবে অন্ধ্রে মৃত -৭

হেলেনের তাণ্ডবে অন্ধ্রে মৃত -৭

অন্ধ্র উপকূলে ১২০ কিলোমিটার বেগে আঘাত হানে ঘুর্ণিঝড় হেলেন। ঝড়ের তাণ্ডবে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের পরেই শুরু হয়েছে ভারী বৃষ্টি।

গতকাল দুপুর দুটো নাগাদ উত্তর অন্ধ্র উপকূলে আঘাত হানে এই ঝড়। অন্ধ্রপ্রদেশের উত্তরের জেলাগুলি ছাড়াও গুন্টুর, গোদাবরী সহ অন্য উপকূলবর্তী জেলা গুলিতে ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টি। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ঝড়ের জন্য এর মধ্যেই কয়েক হাজার মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

অন্ধ্র উপকূলে হেলেনের প্রভাবে তাপমাত্রা বেড়েছে এ রাজ্যে। কাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ২৮.৭। আজ  ২ ডিগ্রি বেড়ে কলকাতার সর্বনিম্ম তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। কেটে গেছে শীত শীত ভাবও। হেলেনের প্রভাবে যে পশ্চিমবঙ্গে শীতের আগমনে বাধা পড়বে তা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন