Azizul Bashar
এই মুহূর্তে

শুক্রবার | ১৭ আগস্ট, ২০১৮ | ২ ভাদ্র, ১৪২৫ | ৫ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » এই মুহূর্তে » বাড্ডায় জামায়াত-পুলিশ সংঘর্ষ

বাড্ডায় জামায়াত-পুলিশ সংঘর্ষ

বাড্ডায় জামায়াত-পুলিশ সংঘর্ষ

 রাজধানীর মেরুল বাড্ডায় জামায়াত-শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের ব্যপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জামায়াত-শিবিরকর্মীরা গাড়ি ভাঙচুর করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াত-শিবিরকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে জামায়াত-শিবিরকর্মীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

উল্লেখ্য, বাংলাদেশে বসবাসকারী ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল ও উপসনালয়ের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জামায়াত সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

 

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন