Azizul Bashar
এই মুহূর্তে

শুক্রবার | ১৭ আগস্ট, ২০১৮ | ২ ভাদ্র, ১৪২৫ | ৫ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » এই মুহূর্তে » গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ আহত শতাধিক

গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ আহত শতাধিক

গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ আহত শতাধিক

আজ সকালে সাভারে ফায়ার সার্ভিসের সাইনবোর্ড ভেঙে শ্রমিক আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে, সাভারে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন। এ সময় ফায়ার সার্ভিসের অফিসসহ ২০/২৫টি গাড়ি ভাংচুর ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ঢাকা-আরিচা মহসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রবিববার সকাল ৮টার দিকে সাভারের উলাইল এলাকায় ফায়ার সার্ভিসের সাইনবোর্ড পার্শ্ববর্তী আল-মুসলিম গার্মেন্টসের এক শ্রমিকের ওপর পড়ে। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা ফায়ার সার্ভিসের অফিস ভাংচুর চালায়। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে।এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাভারে টানটান উত্তেজনা বিরাজ বরছে।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন